আরিফুর রহমান পাপন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে,কারিতাস সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এম রকিবুল হাসান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী । অন্যদের মাঝে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, নারী নেত্রী লুদিয়া রুমা সাংমা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
বক্তারা বলেন,বর্তমান সরকার নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।