আরিফুর রহমান পাপন
আগামী ৮মে প্রথম ধাপের অনুষ্ঠিত নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়েই সূচনাকালীন গণসংযোগে এগিয়ে আছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম ফাহমী ভূঁঞা(শিপার)। তিনি তালা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন হাট বাজারে তাঁর কর্মী সমর্থক নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, আমি আপনাদের লোক, আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই।নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নে যা যা করার দরকার সকল কিছু করবো।
আমি উপজেলাবাসীর সমর্থন ও দোয়া চাই।
এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক সংগ্রহ করেন তিনি। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরো দুই প্রার্থী।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৯৯,৬৭০, পুরুষ ভোট- ১,০০,৭৯৬, মহিলা ভোট- ৯৮,৮৭৩, হিজরা ভোট- ০১, কেন্দ্র সংখ্যা- ৬১।