আরিফুর রহমান পাপন
নেত্রকোণার দুর্গাপুরে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন।
দিবসটি উপলক্ষে দুর্গাপুর উপজেলা প্রশাসন আলোচনা সভা আয়োজন করে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দূরদর্শীসম্পন্ন এক বিশ্ববরেণ্য নেতা। তার লক্ষ্য ছিল বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। বাংলার নিপীড়িত মানুষের জন্য তিনি দিনের পর দিন,মাসের পর মাস,বছরের পর বছর কাজ করে গিয়েছেন। তার সুযোগ্য কন্যা,ডাইনামিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। আমাদের দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন।
তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমার এলাকাকে মডেল এলাকা করবো। মডেল এলাকা করতে হলে কিশোর গ্যাং মুক্ত করতে হবে,সন্ত্রাসী মুক্ত করতে হবে,মাদক মুক্ত করতে হবে। আমি উন্নয়ন অগ্রগতির জন্য যে পদক্ষেপ নিয়েছি তা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। আমরা আমাদের প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়তে চাই।
সংসদ সদস্য বলেন,সকল সন্ত্রাসী নির্মূল না করা পর্যন্ত আমার শান্তি নাই। নবম জাতীয় সংসদে আমি যখন এমপি ছিলাম তখন আমি সন্ত্রাসীদের এলাকা ছাড়তে বাধ্য করেছিলাম। এটা শান্তির জনপদ হয়েছিল। মানুষ স্বস্তি পেয়েছিল।
এসময় তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তার,সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক গীতিকবি সুজন হাজং,ওসি উত্তম চন্দ্র দেব সহ অনেকে।