আরিফুর রহমান পাপন
নেত্রকোনার দুর্গাপুরে চলাচলে রাস্তায় ট্রাক রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মনিরুজ্জামান (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বিকেলে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মনিরুজ্জামান দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার বিকেলে চলাচলের রাস্তায় ট্রাক রেখে মেরামতের নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় মনিরুজ্জামান ফেরাতে আসলে প্রতিপক্ষের লোকজনের আঘাতে গুরুতর জখম হন। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান আহত মনিরুজ্জামান।
নিহতের স্বজনরা জানায়,নিহতের ছোট ভাই আনিসুজ্জামান মানিক রাস্তা থেকে ট্রাক সরানোর কথা বললে রিপন, রতন, কাজল, আলেক, সুজন, নয়ন দলবদ্ধ হয়ে এসে তর্কাতর্কির শুরু করে একপর্যায়ে মারামারি শুরু হয়। এই সময় মনিরুজ্জামান বাড়িতে কোরআন পড়ছিলেন তখন তিনি খবর পেয়ে ফেরাতে আসলে প্রতিপক্ষের লোকজনের মধ্যে আলেক মিয়া মনিরুজ্জামানের মাথায় রড দিয়ে আঘাত করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ আলম জানান,ঘটনাস্থলে গিয়ে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।