নেত্রকোনার দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশাচালক তারা মিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন শরীফ ও ঈদ উপহার হিসেবে সেমাই চিনি ও আর্থিক সহায়তা দিয়েছেন। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চকলেংগুরা বাইতুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে তিনি এগুলো দেন।
রিকশাচালক তারা মিয়া মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এগুলো বিতরণ করেন।
তারা মিয়া বলেন, দীর্ঘ ১০ বছর যাবত রিকশা চালানোর উপার্জন থেকে প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ করি। ছোটবেলায় টাকার অভাবে পড়াশুনা করতে পারেননি বিধায় প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আমি এ সহযোগিতা করি। আমি সকলের কাছে দোয়া চাই।