নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণা সদর উপজেলা যুব ফোরাম এবং জেলা নাগরিক ফ্ল্যাটফর্মের সদস্যরা বুধবার(২০ মার্চ) জাতীয় নির্বাচনকালীন সময় ট্রেনে আগুন সন্ত্রাসে ০৮নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বরুনা গ্রামের নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন, বেঁচে যাওয়া ৯ বছরের ছোট্ট শিশু ফাহিমের সাথে কিছুক্ষণ সময় কাটান ও সমবেদনা জানান।
এসময় ফোরামের যুগ্ম-আহ্বায়ক মো. মেহেদী হাসান বলেন, জাতি এধরনের বেদনাদায়ক ঘটনার পুনরাবৃত্তি আর চায় না।
নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক হারাধন সাহা এবং যুগ্ম-আহ্বায়ক জনাব সাইফুল্লাহ ইমরান পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ছোট্ট শিশুর পড়ালেখার খোঁজ খবর নেন এবং তারা পরিবারের সদস্যদের বলেন যে তারা বিষয়টি সরকারী বিভিন্ন দপ্তরে জানাবেন এবং যে কোন সরকারী সহায়তার জন্য ততপর থাকবেন। আর এ ধরনের দুঃখজনক ঘটনা থেকে সকলকে আগামীর জন্য শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
এসময় আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম, জেলা সমন্বয়কারী জনাব সাবিনা ইয়াছমিন, জেলা ফিল্ড অফিসার ঝলক সরকার উপস্থিত ছিলেন।