রাজেশ গৌড়
প্রতি বছরের মত এবারও বিশ্ব শান্তি কল্পে নেত্রকোনার দুর্গাপুরে শ্রী শ্রী দশভূজা বাড়ী মন্দিরে ৪০ প্রহর (৫দিন) ব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। শনিবার (১৬ মার্চ) অধিবাসের মধ্য দিয়ে এই হরিনাম সংকীর্তন শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চলের ৬টি কীর্তনের দল এই নাম হরিনাম সংকীর্তন পরিবেশন করছে।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত ভক্ত প্রতিদিন মন্দিরে এসে হরিনাম শুনছে। আগত ভক্তদের জন্য মন্দিরে রয়েছে প্রসাদের ব্যবস্থা। এ অনুষ্ঠানকে ঘিরে মন্দির এলাকায় বসেছে বিভিন্ন দোকান। যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধর্ম গ্রন্থ, পূজার সরঞ্জাম এবং রকমারী খাবার।
আগামী বৃহস্পতিবার (২১ মার্চ ) পর্যন্ত চলবে এই হরিনাম সংকীর্তন। এরপর ২২ ও ২৩ মার্চ চলবে অষ্টকালীন লীলা কীর্তন।
হরিনাম সংকীর্তন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রভাত সাহা বলেন, দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্বশান্তির প্রত্যাশায় এ হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে। ব্যাপক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ৪০ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠান সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।