আরিফুর রহমান পাপন
নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক।
এসময় উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুসং সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আইনুল হক৷
এরপর বিভিন্ন ইভেন্টের খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা৷