রাজেশ গৌড়
নেত্রকোনার দুর্গাপুরে টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী, স্বৈরাচার বিরোধী ও কারা নির্যাতিত নেতা কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহবায়ক, কমরেড মণি সিংহ ট্রাস্টি বোর্ডের সভাপতি শ্রী দূর্গাপ্রসাদ তেওয়ারী এর স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায়, মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক ও ১মি. নীরবতা পালন শেষে, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ও কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক কমরেড ডাঃ দিবালোক সিংহ, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, মেলা উদযাপন কমিটির সদস্য অজয় সাহা, প্রবীণ শিক্ষক আলহাজ্ব রুহুল আমীন, একেএম ইয়াহিয়া, সিপিবি উপজেলা কমিটি সভাপতি আলকাছ উদ্দিন মীর, দুর্গাপ্রসাদ তেওয়ারী এর মেয়ে রঞ্জনা তেওয়ারী, সিপিবি উপজেলা কমিটির যুগ্ন-সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, দূর্গা প্রসাদ তেওয়ারী একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি অত্র এলাকার সকলের অভিভাবক ছিলেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলের বিপদে এগিয়ে আসতেন। টঙ্ক আন্দোলন সহ অনেক রাজনৈতিক প্রেক্ষাপটের তিনি ছিলেন জলন্ত উদাহরণ। মহান এই নেতার জীবনী থেকে শিক্ষা গ্রহনের জন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আহবান জানানো হয়।