আরিফুর রহমান পাপন
নেত্রকোণার দুর্গাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী কৃষক আনন্দ মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে এ মেলার আয়োজন করেছিলো নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। সোমবার রাতে সংসদ সদস্য আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যের নানা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আয়োজকরা জানান, স্থানীয় কৃষক জনগোষ্ঠীকে সম্মান প্রদান সহ নতুন প্রজন্মের কাছে বাঙালির আদি কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছিলো। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে এ ধরনের উদ্যোগের বিকল্প নেই।
দুই দিনব্যাপী মেলায় গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি, সুকুমার বাউল, ঐশি, লায়লা এবং আভাস ব্যান্ডের তুহিনসহ স্থানীয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা।
এ মেলায় দুর্গাপুরের সকল শ্রেনীপেশার মানুষের অংশগ্রহন ছিলো চোখে দেখার মতো।
মেলা উপলক্ষে মাঠ চত্বরে বসেছিলো মাটির খেলনা সামগ্রী সহ বিভিন্ন দোকান।