আরিফুর রহমান পাপন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা’র আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। রোববার সকালে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, কাকৈরগড়া ইউপি চেয়ারম্যান বাচ্চু তালুকদার, প্যানেল চেয়ারম্যান আবু তাহের,সবুজ, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্যে রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
আলোচনা শেষে দুর্গাপুর ফায়ার সার্ভিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোকাবেলার কয়েকটি জরুরী মহড়া করে।