আরিফুর রহমান পাপন
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১৯জন জটিল রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে রাখেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকৃুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদার, ওসি উত্তম চন্দ্র দেব সহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ‘‘ক্যান্সার, লিভার থিরোসিস, প্যারালাইজড, কিডনী সহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৯জন রোগীকে ৯লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।