আরিফুর রহমান পাপন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুলাগড়া ইউনিয়নের বিপিনগঞ্জ- পুটিমারী সড়কে পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী । বুধবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী বলেন, জাতীয় সংসদে এমপি থাকার সময় কুল্লাগড়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোকে আমি পরিচিত করার চেষ্টা করেছি,পর্যটকদের যাতায়াতের জন্য ব্রীজটি খুবই কাজে আসবে।
দুর্গাপুর-কলমাকান্দার জন্য এমন কিছু করে রেখে যাবো ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের কাজের সুফল ভোগ করতে পারে।
স্থানীয় বক্তারা বলেন মোশতাক আহমেদ রুহী এমপি থাকলেই এই এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয় তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বারবার যেন এই রকম জনবান্ধব এমপিকেই মনোনয়ন দেন।
অনুষ্ঠানে এলাকাবাসী স্থানীয় একটি মসজিদের ওযুখানা ও টয়লেট নির্মাণের দাবি উত্থাপন করলে সংসদ সদস্য সঙ্গে সঙ্গেই তার নোট নেন এবং অচিরেই এটি বাস্তবায়ন করা হবে বলে জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোবারক হোসেন,সাধারণ সম্পাদক নুরুল হুদা উজ্জ্বল,ওয়ার্ড নেতা আজিজুল হক,আহাম্মদ আলী,পিযুষ চিরান,মোফাজ্জল হক রিপন মেম্বার,সাফায়েত হোসেন জনি, অলি, রুবেল,ফারুক,রিয়ান সহ স্থানীয় জনগন।