আরিফুর রহমান পাপন
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কানিয়াইল গ্রামের কৃষক আব্দুস সালামের পলিনেট হাউস এবং মাচায় সবজি চাষ পরিদর্শন করে তাকে উৎসাহিত করেছেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
মঙ্গলবার সরেজমিনে তিনি কৃষকের চাষ পদ্ধতি পরিদর্শন করেন। এই চাষ পদ্ধতি দেখে তিনি অভিভূত হন। কৃষক আব্দুস সালাম বলেন,আমি মাচায় লাউ,মিস্টি কুমড়া,চালকুমড়া,তরমুজ চাষ করি। মাচায় চাষ করে ভালো ফলন পেয়েছি। মুনাফাও বেশ ভালো হয়েছে। আমার চাষাবাদ দেখে এমপি সাহেব খুব খুশি হয়েছেন। তিনি আমাকে উৎসাহ দিয়েছেন। খুব ভালো লাগছে।
এসময় আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।